এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের মাধ্যমে দুই সন্তানের জননী বরগুনা জেলার পিংকি রানী শ্যামনগর উপজেলার নূরনগরে অমিত কুমার মন্ডলের সাথে চলে আসে বলে জানা গেছে। ঘটনা সূত্র ও সরেজমিন গিয়ে জানা যায়, শ্যামনগর উপজেলার নূরনগর দক্ষিণ কুলতলী গ্রামের স্বপন কুমার মন্ডলের পুত্র অমিত কুমার মন্ডল (২১) এর সাথে বরগুনা জেলার বেতাগী উপজেলার বন্দিখালি ইউনিয়নের বুরোমজুমদার গ্রামের পরিমল সরকারের কন্যা দুই সন্তানের জননী পিংকি রানি (১৯) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্পর্কে করে স্বামী সংসার ছেড়ে গত ১০ নভেম্বর দুজনে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। ১৪ নভেম্বর সাতক্ষীরা বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয় থেকে বিবাহ সংক্রান্ত এ্যাফিডেভিট করার পর অমিত মন্ডল গত দুই দিন আগে পিংকি রানীকে নিয়ে তার দক্ষিণ কুলতলীস্থ বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে পিংকি রানির পিতা পরিমল সরকার ও তার বড় বোন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে মোবাইল নাম্বার ট্রাকিং এর মাধ্যমে ঠিকানা পেয়ে গতকাল ২৫ নভেম্বর সকালে দক্ষিণ কুলতলীস্থ অমিত কুমার মন্ডলের বাড়িতে পৌঁছায়। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয় এবং পিংকি রানীর বড় বোন ও তার পিতা তাকে তার স্বামীর সংসারে বাচ্চাদের কাছে নিয়ে যেতে চাইলে সে বাচ্চা এবং স্বামীর কথা সম্পূর্ণ অস্বীকার করে। সে বলে আমার এর আগে কখনো বিয়ে হয়নি এবং কোন সন্তান নেই। এক পর্যায়ে যেতে না চাইলে তার পিতা, পিংকি রানীর স্বামী এবং দুই বছরের একটি ও সাত মাসের একটি মোট দুইটি বাচ্চাকে নিয়ে আবারো আসার কথা বলে চলে যান। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও নানামুখী গুঞ্জনের সৃষ্টি হয়েছে।