দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়া ঐতিহ্যবাহী ফেয়ার মিশন এবার কুলিয়ার খাস খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করলো। খাস খামার মানবিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, ফেয়ার মিশনের সভাপতি আলহাজ্ব আঃ কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে আয়োজিত উক্ত মেডিকেল ক্যাম্পে দিন ব্যাপী চিকিৎসা প্রদান করেন দেবহাটার পারুলিয়ার কৃতি সন্তান বিশেষজ্ঞ চিকিৎসক ডা: শরিফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে চিকিৎসা প্রদান করেন ডাঃ বিপ্লব মন্ডল, ডাঃ আরাফাত আজম, ডা: শামীম আল মাহবুব প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ফেয়ার মিশনের উদ্যোগে ফ্রি ঔষধ সহ চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। আব্দুল কাদের মহিউদ্দীন জানান এটি পদের নবম তম ফ্রি মেডিকেল ক্যাম্প। চলমান থাকবে।