বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : সুইজারল্যান্ড থেকে মোনাকো যাওয়ার পথে একটি বেসামরিক হেলিকপ্টার দক্ষিণ ফ্রান্সে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় একজন পাইলট ও এক রুশ ব্যবসায়ী নিহত হয়েছেন। আঞ্চলিক একজন কর্মকর্তা জানান, গত শুক্রবার দুপুর ২টার দিকে নাইস শহরের কাছে দুর্ঘটনার পর দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, নিহতদের একজনকে হেলিকপ্টারটির পাইলট হিসেবে শনাক্ত করা হয়েছে। অপরজন মাল্টিজ পাসপোর্টধারী রুশ ব্যবসায়ী ছিলেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি বেসরকারি কোম্পানি মোনাকেয়ার পরিচালিত। মোনাকেয়ার গণমাধ্যমকে জানিয়েছে, লোসান থেকে মোনাকো যাওয়ার জন্য ফ্লাইটের আরেকজন যাত্রী ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল হয়ে যায়। মোনাকেয়ার জানিয়েছে, হেলিকপ্টারটি অত্যন্ত অত্যাধুনিক ছিলো। মোনাকেয়ার আরও জানিয়েছে, বিমান পরিবহন পুলিশের সাথে ৫০ জনেরও বেশি উদ্ধার কর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে, দাবানলের কোনো ঝুঁকি ছিল না বলে জানান বিমান কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com