বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফ্রান্স উপক‚লে এত মরা মাছ এলো কোথা থেকে?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস আন্তর্জাতিক: ফ্রান্সের আটলান্টিক সাগরে এক লাখের বেশি মরা মাছ পাওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফরাসি মৎস্যমন্ত্রী। স¤প্রতি পরিবেশকর্মীদের ভিডিও ফুটেজে সাগরে অনেক মরা মাছ ছড়িয়ে আছে দেখা যায়। এদিকে, বিবিসিকে বিশ্বের ২য় বৃহত্তম সুপারট্রলার মার্গিরিস জানিয়েছে, তাদের জাল ছিঁড়ে যাওয়ার পর এ নিয়ে দুর্ঘটনা ঘটে। মাছগুলো কড় প্রজাতির নীল-সাদা রংয়ের বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে আরও বলা হয়, জাল ছিঁড়ে যাওয়ার পর হারিয়ে যাওয়া মাছগুলো জাহাজের কোটা থেকে কেটে নেয়া হবে। এরইমধ্যে সাগরে প্রায় ৩ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে আছে এ মাছ। ফ্রান্সের মৎস্যমন্ত্রী অ্যানিক গিরারডিন টুইটে জানিয়েছেন, এ ঘটনার তদন্ত তিনি করছেন। এবং এ ঘটনায় যে ছবিগুলো প্রকাশিত হয়েছে, তা খুবই দুঃখজনক। দ্য সি শেপার্ড ফ্রান্সের প্রধান লামিয়া এসেমলালি রয়টার্সকে বলেন, তাঁরা ট্রলার ইস্যুতে ফ্রান্সের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে চান। এই ট্রলারগুলো অস্ট্রেলিয়ার জলসীমায় নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সের মৎস্যমন্ত্রী অ্যানিক গিরারডিন টুইটে বলেন, তিনি ঘটনার তদন্ত করছেন। যে ছবিগুলো পেয়েছেন, তা খুবই দুঃখজনক। ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ, মহাসাগর ও মৎস্যবিষয়ক কমিশনার ভারগিনিজাস সিনকেভিসিয়াস বলেন, তিনি দুর্ঘটনা নিয়ে পুরো তদন্ত চান। দ্য পেলাজিক ফ্রিজার ট্রলার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, এ ধরনের ঘটনা খুবই কম ঘটে। লিথুনিয়ায় জাহাজের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com