প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ ফ্রেন্ডশীফ এর ম্যানগ্রোভ প্লানটিশন উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের নদীর বেড়িবাঁধ রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে আসছে। প্রতাপনগরে ফ্রেন্ডশিফের ম্যানগ্রোভ প্লান্টিশনে জুম মিটিং অনুষ্ঠিত। গতকাল বেলা বারোটায় প্রতাপনগর পূর্ব নাকনায় ফ্রেন্ডশিফের ম্যানগ্রোভ প্লানটিশন স্থানে এ জুম মিটিং অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডশীফ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক পরিচালক বাংলাদেশ বংশোদ্ভুত রুনা খাঁন এর সার্বিক পরিচালনায় প্রতাপনগর থেকে জুম মিটিং এ অংশগ্রহন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, লুক্সেমবার্গ ইন্টারন্যাশনাল চেয়ারপার্সন মার্ক, ফ্রেন্ডশীফ ক্লাইমেট একশন সিনিয়র পরিচালক কাজী এমদাদুল হক, উপজেলা ফরেস্ট কর্মকর্তা আওছাফুর রহমান, ফ্রেন্ডশীফ জেনারেল ম্যানেজার বদিউজ্জামান, ফ্রেন্ডশীফ ক্লাইমেট একশন আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিলাহ, ফ্রেন্ডশীফ সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার ম্যানগ্রোভ প্লানটিশন মাইদুল ইসলাম।