বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুরে নতুন বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১লা ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় ইউনিয়নের বংশীপুর বাজারস্থ জনপ্রিতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ৩৬ লক্ষ টাকা ব্যয়ে বাজার এবং ১৪ লক্ষ টাকা ব্যয়ে পাবলিক টয়লেট ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা (বাংলা), বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, ইউপি সদস্য শফিউল আজম, ওয়ার্ড আ’লীগের সভাপতি ডাঃ আব্দুল সবুর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম।