বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদ কবরস্থান উন্নয়নকল্পে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ৫ মে শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা পরিষদের কাবিটা প্রকল্পের অর্থায়নে ঐতিহাসিক বংশীপুর শাহী মসজিদে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র মসজিদ ও কবরস্থান কমিটির নেতৃবৃন্দ, মুসল্লীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঐতিহ্যবাহী শাহী মসজিদ কবরস্থানের উন্নয়ন কল্পে ২ লক্ষ টাকা প্রধান অতিথি হিসেবে প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। উন্নয়নের ছোয়া পেয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এর এই ধারাবাহিকতায় আপনাদের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, অত্র মসজিদ ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এ্যাডঃ মোঃ আবু বক্কর সিদ্দিক,