বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর কমিউনিটি ক্লিনিকে সিজি গ্রুপের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল
৯ আগষ্ট বুধবার বেলা ১১ টায় বংশীপুর কমিউনিটি ক্লিনিকের আয়োজনে ক্লিনিক কার্যালয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা-সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সিএইচসিপি কনকলতা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ-আল-ফারুক (সবুজ), প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিক্ষক খাজা নাজিমউদ্দীন, শিক্ষিকা শিরিন সুলতানা প্রমুখ। সভায় বক্তারা, অত্র কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি, রোগীদের সাথে ভালো ব্যবহার সহ ক্লিনিকের উন্নয়নকল্পে কয়েকটি পরিকল্পনা গ্রহন করেন।