শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

বংশীপুর-ভেটখালী মেইন সড়কের কাজে মাটি ও নিন্ম মানের খোয়া ব্যবহার করার অভিযোগে কাজ বন্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী প্রধান সড়কের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মানিকখালী ব্রীজের দুই পাশে রাস্তার কাজে ব্যবহার হচ্ছে মাটি ও নিন্ম মানের খোয়া। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপে কাজ বন্ধ। সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বংশীপুর-ভেটখালী সড়কে মানিকখালী ব্রীজ সংস্কারের কাজটি ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রদান করা হয়। ব্রীজ সংস্কারের কাজ চলমান থাকার পাশাপাশি ব্রীজের দুই পাশে প্রায় আধা কিঃমিঃ রাস্তা খুড়ে নতুন ভাবে সংস্কারের কাজ চলছে। কিন্তু উক্ত সংস্কারের কাজে ব্যবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি এবং পুরাতন রাস্তা থেকে নেওয়া নিন্ম মানের খোয়া। যার পরিমান খুবই কম। স্থানীরা জানান, রাস্তা খোড়ার পর পুরাতন রাস্তার মাটি দিয়ে নতুন রাস্তা সংস্কার করা হচ্ছে। রাস্তায় নাম মাত্র বালি দেওয়া হচ্ছে। এ যেন খাল কেটে কুমির আনার মত। স্থানীয়রা শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনকে বিষয়টি অবগত করেন। তিনি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে কাজ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন। এবিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মির নিজামউদ্দীন জানান, বিষয়টি জানতে পেরে কাজ বন্দ করে দেওয়া হয়েছে। এধরনের অনিয়ম করার কোন সুযোগ নেই। বিষয়টি সরজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com