কালিগঞ্জ (সদর) প্রতিনিধি \ কালিগঞ্জের মোজাহার মাধ্যমিক বিদ্যালয় বখাটেদের আখড়ায় পরিণত হয়েছে। স্কুল চলাকালীন সময় ছাত্র ও বহিরাগত বখাটেদের মাদক সেবনের প্রতিবাদ করায় শিক্ষকরা লাঞ্চিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। মাদক সেবনের অভিযোগে আটক ৫জন ছাত্র ও বহিরাগতদের অভিভাবকদের উপস্থিতিতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেন ও থানার উপ-পরিদর্শক সাঈদ হোসেন এর নিকট মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মুচলেকা দিয়ে রেহাই পাওয়া ছাত্র ও বহিরাগতরা হলো কাকশিয়ালী গ্রামের খোকনের পুত্র জিসান, মমরেজ পুর গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র বাইজিদ, কাকশিয়ালী গ্রামের আব্দুস সবুর এর পুত্র বহিরাগত প্রাক্তন ছাত্র এখলাসুর রহমান, একই গ্রামের খোকনের পুত্র সুমন, জালাল এর পুত্র জনি এবং নারায়ণপুর গ্রামের কুদ্দুসের পুত্র রাকিব। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে ছাত্র এবং বহিরাগত মাদকসেবী ৫/৭ জনের একটি গ্র“প বিদ্যালয়ের পিছনে প্রকাশ্যে মাদক সেবন করছিল। বিষয়টি জানতে পেরে ওই স্কুলের শিক্ষক রেজাউল ইসলাম, সঞ্জয় কুমার ঘোষ এবং কার্তিক সরকার গিয়ে প্রতিবাদ করায় উল্টো শিক্ষকদের লাঞ্ছিত করে তাড়িয়ে দেয়। পরে বিষয়টি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোসলেম উদ্দিনকে জানালে তিনি মাদকসেবীদের ধরে সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেনকে জানায়। তিনি বিষয়টি সাথে সাথে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে জানালে পুলিশ ভ্যান যোগে উপ পরিদর্শক সাঈদ হোসেনকে ঘটনাস্থলে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করলে ওই সময় অত্র স্কুলের সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারান ঘোষ এবং উপ-পরিদর্শক সাঈদ এর নিকট অভিযুক্ত স্কুল ছাত্র ও কিশোর গ্যাংয়ের অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা দিয়ে রেহাই দেওয়া হয়। থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান প্রাথমিক পর্যায়ে ওই স্কুলের সভাপতির মধ্যস্থতায় রেহাই দেওয়া হয়েছে পরবর্তীতে এই ধরনের মাদক সেবনের ঘটনার সাংবাদিকদের সহায়তা কামনা করেন।