দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ শ্রীপুর ৯ টি ওয়ার্ডে পৃথক ভাবে একযোগে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকাল ৪ টার ভগবানযশোমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিশেষ আলোচনা সভায় ইউপি সদস্য আহম্মাদ আলী শাহাজীর সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ইউপি সদস্যা রোজিনা আক্তার,ওয়ার্ড আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছান আলী শাহ, সাধারণ সম্পাদক অশোক কুমার ঢালী, দক্ষিণ শ্রীপুর পুলিশিং কমিটির সভাপতি পরিমল কুমার ঢালী, গ্রাম ডাক্তার পরিতোষ কুমার সরকার প্রমুখসহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।