স্টাফ রিপোর্টার ঃ অবশেষে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম। আ’লীগের মনোনয়ন পত্র হাতে পেয়ে গতকাল সকালে জাতীর জনক বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া মাজার জিয়ারত করেছেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় জেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাগেছে, জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থী বাছায়ের লক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ আ’লীগৈর স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সকল জেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনিত হলেও সাতক্ষীরায় ঘোষনা দেয়নি। তবে গতকাল সকালে বাংলাদেশ আ’লীগের সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা এমপি স্বাক্ষরিত এক পত্রে আলহাজ্ব নজরুল ইসলামকে মনোনয়ন করা হয়েছে।