তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের তথ্য কর্মকর্তারা গতকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে চলমান দুই মাসব্যাপী বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে কর্মকর্তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তথ্য অধিদফতরের পাঁচজন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তিনজন এবং গণযোগাযোগ অধিদপ্তরের আঠারোজন সহ মোট ছাব্বিশ জন তথ্য কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণটি আগামী ২১ শে জুলাই পর্যন্ত চলবে।