শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল \ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল­ুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করতে হবে। তারুণ্যের প্রতিভা বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ-সবল রাখে তেমনি মনকেও প্রফুল­ রাখে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাধুলার জগতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমাদের মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্ট ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন খেলাধুলা আয়োজন করতে বিভাগীয় কমিশনার সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান। অনুষ্ঠানে স্বাগত জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। টুর্নামেন্টের ফাইনালে পাইকগাছা উপজেলা বনাম খুলনা সদরের বালক দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে পাইকগাছা উপজেলা দল ০২ গোলে জয়ী হয়। এছাড়া বটিয়াঘাটা উপজেলা বনাম তেরখাদা উপজেলার বালিকা দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে বটিয়াঘাটা উপজেলা বালিকা দল ০৪ গোলে জয়ী হয়।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com