মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান সাতক্ষীরায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন অবহিতকরন সভা অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির সাথে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের মতবিনিময় আমি একা নই, চেয়ারম্যান হবে সদর উপজেলার ৪ লক্ষ ভোটার: মশিউর রহমান বাবু আশাশুনি খাদ্য গুদামে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ উদ্বোধন এবিসি কেজি স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর মাজারে কেশবপুরের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের শ্রদ্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা অনূর্ধ্ব -১৭ এর খুলনা জেলা ও মহানগর পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

খুলনা প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর খুলনা জেলা ও মহানগর পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান রবিবার বিকেলে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্তজা রশিদী দারা, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম খুলনা ও বরিশাল বিভাগের জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মো. আবুল হোসেন হাওলাদার। অতিথিরা বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে।শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করতে হবে। একজন ক্রীড়াবিদ খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে নিজেকে পরিচিতি করে তুলতে পারে। বাংলাদেশসহ সারা বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল খেলাধুলার প্রতি নজর রয়েছে। ছেলে-মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান। উল্লেখ্য, মহানগর পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন সোনাডাঙ্গা ও লবনচরা থানা এবং রানারআপ দৌলতপুর ও হরিণটানা থানা দল। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন সোনাডাঙ্গা ও লবনচরা এবং রানারআপ খুলনা সদর ও হরিণটানা থানা দল। এছাড়া জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন দল পাইকগাছা উপজেলা এবং রানারআপ দাকোপ উপজেলা দল। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন দল বটিয়াঘাটা উপজেলা ও রানারআপ দাকোপ উপজেলা দল। আগামী ২৫ অক্টোবর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হবে। অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com