স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন বৃক্ষরোণ কর্মসূচি পালন করা হয়েছে। সাতক্ষীরার হাসিমুখ সেঞ্চুরী একাডেমীর সার্বিক ব্যবস্থ্যপনায় গতকাল সকালে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে চত্বরে জেলা আলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাসিমুখ সেঞ্চুরী একাডেমীর পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। তিনি বৃক্ষরোণ কর্মসূচি উদ্বোধন করেন। পরে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পযায় ক্রমে ৪৫০ টি গাছের চারা বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেসমিন জাহান, উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, সহকারি শিক্ষক রাসের মাহমুদ, মৌসুমী খাতুন, উজ্জল কুমার, পলাশ কুমার, ভারতী রাণী, মোঃ মামুন হাসান, শরিফুল ইসলাম, তপন কুমার, মোসলেম আলী, জামান হোসেন, অভিজিত বাছাড়, কামরুল ইসলাম, আশরাফুল ইসলাম, রমেশ চন্দ্র, আক্তারুল ইসলাম।