বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ আগষ্ট সোমবার জোহর নামাজ বাদ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও মুসলীবৃন্দের উপস্থিতিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর এর বর্ণাঢ্য জীবনী নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে যেমন বাংলাদেশ হতো না ঠিক তেমনই পর্দার অন্তরালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব না থাকলে শেখ মুজিব বঙ্গবন্ধু হয়ে উঠতেন না। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সব সময় বঙ্গবন্ধুর রাজনৈতিক কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। যার ফলশ্রুতিতে আজ আমরা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গমাতার অবদান অপরিসীম। আলোচনা সভা শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক।