এফএনএস: উত্তর বঙ্গোপসাগরে ফের লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে গতকাল সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হয়। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, গত রোববার বিকেলে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পর্যবেক্ষণ করে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এটি বাংলাদেশ থেকে অনেক দূরে আর ভারতের কাছাকাছি অবস্থান করছে। এর ফলে গতকাল সোমবারসহ আগামী ২-৩ দিন মোংলাসহ উপক‚লীয় এলাকায় মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাবে। তিনি আরও বলেন, বায়ুচাপের তারতম্যের আধিক্য ও সঞ্চালনশীল মেঘমালার কারণে সাগরে এমন লঘুচাপের সৃষ্টি হয়। কোনো কোনো এমনিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আবার কোনোটি নিম্নচাপে রূপ নিয়ে থাকে। অমরেশ চন্দ্র ঢালী জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও ট্রলারসমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।