বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি \ খুলনা বটিয়াঘাটায় গতকাল বিকালে জি এল পি এর অবহিতকরণ সবা অনুষ্ঠিত হয়। সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হুসাইন শওকত সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা তান্নি ইহা ছাড়া জি এল পি এর প্রকল্প কর্মকর্তা মাহিনুর রহমান ‘ও হাফিজুর রহমান প্রমূখ প্রধান অতিথি তার বক্তব্যে লেবারদের অধিকার আদায়ের স্বচ্ছতা ও দৃড়তার কথা বলেন। যেন প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত না হয়। এছাড়া জলবায়ু পরিবর্তনে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আঙিনায় গাছ লাগানো সবজি রোপন করা হাস মুরগি পশুপাখি পালন করা সহ বিভিন্ন প্রকার কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং সভাপতি তার বক্তব্য বলেন শ্রমিকদের নিজেদের অধিকার সম্পর্কে জানতে শ্রম আইন সম্পর্কে জ্ঞান রাখতে হবে ও জানতে হবে এবং সব সময় শ্রমিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।