বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি \ গতকাল সকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় খড়িয়ার গেট থেকে একটু সামনে মৃত্তিকার কাছে ট্রাক ও নসিমনের মধ্যে সংঘর্ষে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল সকালে ফজরের আজানের পর পরেই দ্রুতগামী একটি ট্রাক নসিমনকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লাগে ওই সময় নসিবনে থাকা লোকজনের মধ্যে গোবিন্দ রায় (৪৩) পিতা খগেন্দ্র নাথ রায় গ্রাম বুনরাবাদ থানা বটিয়াঘাটা জেলা খুলনা গঠনাস্থলে মৃত্যুবরণ করেন অপর ব্যক্তি অভিজিৎ গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকলে কলেজ হাসাপাতালে ভর্তি ভর্তি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাক ও ড্রাইভার কেউ আটক হয় নাই।