বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি \ গতকাল খুলনা জেলার বটিয়াঘাটায় ইয়ুথ ফর দ্যা সুন্দরবন’ রূপান্তর বটিয়াঘাটা উপজেলা ইয়ুথ ফোরামের আয়োজনে বালিয়াডাঙ্গা ইউনিয়নের “প্রগতী মাধ্যমিক বিদ্যালয়” প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র—ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ” ও র্যালী করা হয়েছে। প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের কে অবগত করানো হয়। অনুষ্ঠানে আলোচনা করেন মোঃ ইকরামুল হক প্রধান শিক্ষক বালিয়াডাঙ্গা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়” সাকী রেজওয়ানা প্রজেক্ট অফিসার সুন্দরবন সুরক্ষা প্রকল্প রূপান্তর “নজরুল ইসলাম আহ্বায়ক ইয়ুথ ফর দা সুন্দরবন রূপান্তর “মোহাম্মদ আজমাইন বাপ্পি সদস্য ফর দ্যা সুন্দরবন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইয়ুথ টিমের সদস্য মোঃ সবুজ বিশ্বাস, নিশাত তাসনিম অন্তি, ঐশী মল্লিক, দৃষ্টি গাইন, আরজিনা খাতুন, শুভ্র দেব ঢালী, ছন্দা বিশ্বাস, রীমি খাতুন, অহিদুজ্জামান, সৌরভ গোলদার, মো: শাহাবুদ্দিন, রাতুল, রিয়াজ, আলি হোসেন, সাকিল প্রমুখ। শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা,কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।