খুলনা প্রতিনিধি \ গতকাল খুলন বটিয়াঘাটা ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সৈনিক বটিয়াঘাটা থানাধীন ১নং জলমা ইউনিয়নের বাসিন্দা মাওলানা শফিকুল ইসলাম, গত কাল সোমবার ভোর ৪ টার সময় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বযস হয়েছিল ৬৮ বছর। তিনি দুই পুত্র এক কন্যা সহ অসংখ্য গুনীভক্তবৃন্দ রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে খুলনা মহানগর সহ বটিয়াঘাটা থানা জামাতের নেতৃবৃন্দ ছুটে আসেন। তার নামাজের জানাজা সকাল দশটায় স্থানীয় বালুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর জামাতের ভারপ্রাপ্ত আমির নজিবুর রহমান জানাজা নামাজ পড়ান খুলনা মহানগরী সুরা কর্মপরিষদ সদস্য ও বিএল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর আব্দুল কুদ্দুস, হরিণটানা থানা আমির আব্দুল গফুর, সেক্রেটারি এডভোকেট মনির আহমেদ, বটিয়াঘাটা থানা বায়তুল মাল সেক্রেটারি আব্দুল কাদের, সদর ইউনিয়ন সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম ১নং ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য লিখন, মাওলানা আফজাল হোসেন, আরাফাত নগর মসজিদের সভাপতি আবু বকর, সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, জানাজা পূর্ব আলোচনায় বক্তারা বলেন মাওলানা শফিকুল ইসলাম এর মত আমাদেরকে দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তিনি কঠিন সময়েও জামাত ইসলামী থেকে কখনো পিছপা হন নি। তিনি আরাফাত নগর মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তার আত্মার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানাজা শেষে তার গ্রামের বাড়ি সাতক্ষীরা কালিগঞ্জে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়।