এ মহান দিবস পালন উপলক্ষ্যে রবিবার সকালে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বীরমুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ পঞ্চানন বিশ্বাস এম পি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ বটিয়াঘাটা থানা, বাংলাদেশ আওয়ামী লীগ বটিয়াঘাটা উপজেলা শাখা, বটিয়াঘাটা প্রেসক্লাব, নিজেরা করি এনজিও সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক, সেচ্ছা সেবি সংগঠন সহ সর্বস্তরের সাধারন মানুষ এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। সকাল সাড়ে ৮ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী আফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় হুইপ পঞ্চানন বিশ্বাস (এম পি), বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান জননেতা মোঃ আশরাফুল আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এছাড়াও জাতীয় সংগীতের সাথে সাথে লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং স্বাধীনতা দিবস কুচ-কাওয়াজে উপজেলা পরিষদ চত্বরে অংশ গ্রহন করেন বাংলাদেশ পুলিশ বটিয়াঘাটা থানা, বাংলাদেশ ফায়ার সার্ভিস বটিয়াঘাটা স্টেশন ইউনিট, বাংলাদেশ আনসার, ভিডিপি বটিয়াঘাটা উপজেলা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ স্কাউট দল। এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাশ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জাহেদুর রহমান, মহিলা বিষয় কর্মকর্তা নবনীতা দত্ত, বি আর ডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, ইউ আর সি গুলশানারা, এস এ ই রুনা আক্তার সুমি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্যা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দু মান্নান আরো বীরমুক্তিযোদ্ধাগণ ও গণমাধ্যম কর্মীগণ ও বিভিন্ন শ্রেণীর পেশার সাধারণ মানুষ প্রমুখ। স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।