বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বটিয়াঘাটায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০টায় উপজেলার মাইটভাঙ্গা এলাকায় কৃষকদের নিয়ে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, অন্যান্য উপ সহকারী কৃষি অফিসার বৃন্দ।