বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ বটিয়াঘাটা উপজেলায় ইঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা সোমবার ১৬ অক্টোবর সকাল ১০ টায় কুষক প্রশিক্ষণ কেন্দ্রে বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ ইবনে মাসুদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বটিয়াঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, সা ংবাদিক এনায়েত আলী বিশ্বাস ও বটিয়াঘাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ আহসান কবির, উপসহকারি কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান, মোঃ আব্দুল হাই, মোঃ মোস্তাফিজুর রহমান, কমলেষ বালা প্রমূখ। সভায় বক্তারা ইঁদুর নিধনের জন্য আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবনের জন্য কৃষ দপ্তরের প্রতি আহবান জানান।