বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে জাতীয় সমবায় দিবস -২০২৩ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শনিবার সকাল ১০টায় স্থানীয় পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জান্নাতুন নেছা। যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিঃ সাংবাদিক, অবঃ অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সমবায়ীবৃন্দ।