বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ বটিয়াঘাটার সুন্দরমহল এলাকায় ধর্ষনের অভিযোগে একজন কে আটক করেছে এলাকাবাসী। রবিবার দিবাগত রাতে ভিকটিমের নিজ বাড়ি থেকে স্থানীয়রা ধর্ষনের অভিযোগে বারআড়িয়া এলাকার মোঃ আকবার গাজির পুত্র মোঃ আকরাউল গাজিকে(১৯) আটক করে। তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার রাতে সুন্দরমহল গ্রামে সুদিপ চক্রবর্তীর কলেজ পড়ুয়া কিধোরী কন্যার নিজ বাড়িতে আপত্তিকর অবস্থায় প্রতিবেশিরা আটক করে। পরে তাদেরকে স্থানীয় বারআড়িয়া পুলিশ ফাড়িতে সোপর্দ করা হয়। বটিয়াঘাটা থানার ইন্সপেক্টর(তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নাম্বার ৭।