বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি \ গতকাল সোমবার খুলনা জেলার বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বেলা ১১টার সময় নাইস ফাউন্ডেশনের উদ্যোগে জেন্ডার ভিত্তিক বৈষম্য হীন সমাজ গঠনের বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রফেসর এনায়েত আলী বিশ্বাস অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নাইস ফাউন্ডেশনের সমন্বয়কারী আফরোজা জাহান রাবেয়া সুলতানা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সাংবাদিক রতন কুমার সাহা অরুপ কুমার আলমগীর হোসেন এছাড়া স্থানীয় ইউপি সদস্য গ্রাম পুলিশ স্থানীয় জনসাধারণ। অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তব্যে উঠে আসে জেন্ডার বৈষম্য দূর করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে সমাজে কুসংস্কার থেকে দূর থাকতে হবে যার যার অবস্থান থেকে মানুষ কে বুযাতে হবে নারী পুরুষ মিলে এক সাথে কাজ করতে হবে। তাহলে জেন্ডার ভিক্তিক বৈষম্য দূর করা সম্ভাব হবে।