বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ বটিয়াঘাটার পল্লীতে হুজুরের স্ত্রীর হাত ধরার অপরাধে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে জেল হাজতে যেতে হলো হানিফকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,গত শুক্রবার উপজেলার বারোআড়িয়া এলাকায়। জানা যায়,বারোআড়িয়া বাজার জামে মসজিদ এর সাধারণ সম্পাদক মোঃ আলী শেখের স্ত্রী ঘটনার দিন বাড়িতে একা ছিলো। ঐ সুযোগে প্রতিবেশী মৃত বাশার শেখের পুত্র আবু হানিফ শেখ (৩৪) তার শরীরে হাত দেয় বলে জানা যায়। পরে ঘটনাটি আলী শেখ জানতে পেরে ঐ যুবককে ধরে তার লোকজন দিয়ে বেদম মারপিট করে আহত করে ও পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। শনিবার মোঃ আলী শেখ বাদি হয়ে বটিয়াঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সং/২০) এর ১০ ধারায় মামলা করেন। মামলা নং- ১৩ তারিখ -২৩/৯/২৩। পুলিশ আটক আবু হানিফ শেখকে আদালতে প্রেরণ করেছেন।