বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা বাবস্থা সর্বত্র আমরা, স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে বটিয়াঘাটা উপজেলার প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি),আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত কবির ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান। সার্বিক অনুষ্ঠানটি আয়োজন করেন.উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। বটিয়াঘাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান বলেন, উপজেলায় ১ শত ১৪ টি পূজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে। পুলিশের পাশাপাশি ৭ শত ৩৮ জন আনসার ও ভিডিপি সদস্য উপরোক্ত শারদীয় দূর্গা পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মোতায়েন করা হয়।