মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় তারুণ্যের উৎসব উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের আলো ছড়ানো উদ্বোধন \ প্রথম খেলায় হাসলো দেবহাটা বালিকা দল দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী নিশি গ্রেফতার ডুমুরিয়ায় তারুণ্য উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব’২৫ উদযাপিত সাতক্ষীরায় পুলিশ নারী কল্যাণ সমিতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত্যু ২৪ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মিজানুর আশাশুনি পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বটিয়াঘাটায় শারদীয় দূর্গা পূজা মন্দির পরিদর্শনে জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশীদ ২২শে অক্টোবর বিকালে বটিয়াঘাটা উপজেলার উত্তর শৈলমারী ও কৈয়া বাজার মন্দির পরিদর্শন করেছেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যে দল অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামীলীগের আমলেই বাংলাদেশের সকল ধর্ম জাতির মানুষ নিশ্চিন্তে নিরাপদে বসবাস করে।প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে।শেখ হাসিনা মানেই উন্নয়ন,শেখ হাসিনা মানেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান জামাল, সদস্য শিউলি সরেয়ার, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস, জেলা সৈনিক লীগ সভাপতি এস এম ফরিদ রানা, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আহসান আহমেদ পাভেল, প্রচার সম্পাদক চিশতী নাজমুল হাসান, ২৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেখা বেগম। আরোও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নিত্যানন্দ বৈরাগী, আওয়ামীলীগ নেতা সুজয় কান্তি মন্ডল, নির্মল চন্দ্র রায়, সুনীল বৈরাগী, অমল মন্ডল, অমলেন্দু বিশ্বাস, সমরেশ মল্লিক, রথিন্দ্রনাথ বৈরাগী, অনিন্দ বৈরাগী,পুষ্পক মন্ডল প্রমূখ। প্রধান অতিথি আরো বলেন শান্তি পূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা পূজা উৎসব পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com