বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ॥ বটিয়াঘাটা থানার আয়োজনে কমিউনিটি পুলিশের শনিবার সকাল ১০টায় কমিউনিটি পুলিশিং এর ওপেন হাউজ ভে পালনে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবেছে। “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা থানা কম্পাউন্ডে কমিউনিটি পুলিশের ওপেন হাউজ ডে-২০২৩ উপলক্ষে উক্ত আলোচনা সভায় কমিউনিটি পুলিশের সভাপতি সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে জলমা ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র রায়, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিবেক বিশ্বাস, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম সহ উপজেলার ৭টি ইউনিয়নের কমিউনিটি পুলিশের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির। আলোচনা সভা শেষে বটিয়াঘাটা থানা সদরের প্রধান প্রধান সড়ক সমূহে এক বর্ণাঢ্য র্যালী প্রদক্ষিণ করে। র্যালীতে থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির, ওসি তদন্ত সঞ্জয় কুন্ডু, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল ও চেয়ারম্যান বিধান রায়কে অগ্রভাগে দেখা যায়।