আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে কমিউনিটি বেইজড অর্গানাইজেশনের এবং নারীবান্ধব যুব নেটওয়ার্ক প্রতিষ্ঠায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স এবং কোডেক”ব্লু ইকোনমিক ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস এর আয়োজনে রবিবার বেলা ১১ টায় বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন যুব পিস্ ক্লাবের সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ব্রেকিং দ্যা সাইলেন্স প্রজেক্ট অফিসার আব্দুল খালেক, ইউপি সদস্যা হাফিজা খাতুন তমা, কমিউনিটি সদস্য মনিরুজ্জামান টিটু প্রমুখ। উক্ত আলোচনা সভায় নারীবান্ধব পরিবেশ উন্নয়নে আলোচনা ও ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।