রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

বড়দলে ৮দলীয় রাত্রিকালীন মিনি ফুটবল খেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বড়দল (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৮দলীয় রাত্রিকালীন মিনি নকআউট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। জে,ডি যুব সংঘের আয়োজনে বুধবার দিবাগত রাতে ইউনিয়নের জামালনগর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম রাউন্ডে, ফকরাবাদ বনাম ডুমুরপোতা মধ্যকার খেলায় গোলশূন্য অবস্থায় শেষ হলে, টাইব্রেকারে ডুমুরপোতা ৩—২ গোলে জয়লাভ করে। খেডুয়ারডাঙ্গা ১—০ গোলে তেতুলিয়া সাথে, বড়দল ১—০ গোলে জামলনগরের সাথে, মহিষকুড় ১—০ গোলে গদাইপুর দলের সাথে জয়লাভ করে। প্রথম সেমিফাইনালে বড়দল বনাম খেডুয়ারডাঙ্গা মধ্যকার খেলায় গোলশূন্য অবস্থায় শেষ হলে, টাইব্রেকারে বড়দল দল ২—১ গোলে জয়লাভ করে। দ্বিতীয় সেমিফাইনালে মহিষকুড় ২—১ গোলে ডুমুরপোতা দলের সাথে জয়লাভ করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। ফাইনালে মহিষকুড় বনাম বড়দল দলের হাড্ডাহাড্ডি লাড়ায়ে খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হলে, টাইব্রেকারে মহিষকুড় ৩—২ গোলে বড়দল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন দল ৫হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। এসময় অতিথি সিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বড়দল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক বদরুজ্জামান ফকির, যুব দলের আহবায়ক শরীফ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য রকিবুজ্জামান, সমাজসেবক আল—মাহমুদ টিক্কা, ইয়াহিয়া প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল গাজী ও রাকিব সরদার। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com