আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। কলেজিয়ট স্কুলের ক্রীড়া শিক্ষক মনিশ কুমার মন্ডলের উপস্থাপনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাহফিজুল ইসলাম, শিক্ষক হাফিজুল ইসলাম, মাসুদ রানা, শরিফুল ইসলাম উজ্জল প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পুলকেশ মন্ডল, রবিউল ইসলাম, বিশ্বজিৎ বাছাড়। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে পুরস্কিত করা হয়। এসএসসি পরীক্ষার্থী হিল্লোল কুমার মন্ডল মোট ১০২৯ নাম্বার পেয়ে স্কুলের সেরা ছাত্র নির্বাচিত হন।