বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর ৯ নং ওয়ার্ড দূরমুজখালীতে বদর দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় জামায়াতে ইসলামীর আয়োজনে দূরমুজখালী উত্তরপাড়া সরদার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জামায়াত ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের এর মাধ্যমে ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সূরা সদস্য মাওঃ আব্দুল মজিদ, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোঃ মজিবুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, প্রচার ও মিডিয়ার সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন জামায়াতের পেশাজীবের সংগঠনের সেক্রেটারির মোঃ রাশিদুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাসানুল বান্না, সহ—সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি রাজু আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর আলম, সেক্রেটারি গাজী আশরাফ আলী, আমির গাজী, আশরাফুল আলম, আমিনুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লী বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মাসুম বিল্লাহ।