বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জের বিষ্ণুপুর বন্ধকটি গোরস্থান মোড়ে সাতক্ষীরা ৪ আসনের নোঙ্গর মার্কার প্রার্থী এইস এম গোলাম রেজার নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা সন্তান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে লাল ফিতা কেটে নির্বাচনী অফিস উদ্বোধন করেন নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা। এসময় তিনি বলেন সাতক্ষীরা ৪ আসেন শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নোঙ্গর মার্কায় ভোট দিবেন। বিজয়ী হলে কালিগঞ্জের বন্ধকটি লবণথ্য এলাকায় সাধারণ মানুষের জন্য সাপলাই পানির ব্যবস্থা করে দেব। পানির জন্য আর আপনাদের কষ্ট করতে হবে না। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইউনুস আলী, বিষ্ণুপুর ইউপি সদস্য আব্দুল কাদের, দঃ শ্রীপুর ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, মনির ইসলাম, নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, নুরুজামান আলম। আনিসুর রহমান, আলম সানা, জাকির হোসেন, রিপন হোসেন, রনি হোসেন, শামসুর মোড়ল, শফিকুল ইসলাম, সবুজ হোসেন প্রমুখ। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।