স্টাফ রিপোর্টার ঃ বন্ধন টেলিমিডিয়া এবং শিল্পী সংসদের ২০২২- ২০২৩ বছরের এ্যাওয়ার্ড পেলেন যারা- বর্ষসেরা নায়ক নুরুল হুদা ফুল, বর্ষসেরা নায়িকা পপি মন্ডল, খলনায়ক রুহুল আমিন ময়না, অভিনেতা সনজীব চ্যাটার্জী, অভিনেতা জান্নাতুল ফেরদৌস, নাট্যকার মোঃ মুছা করিম, পার্শ্বঅভিনেতা শহিদুল ইসলাম, গুনিশিল্পী অনুজিৎ মন্ডল, শক্তিমান অভিনেতা অতুল কুমার ঘোষ, উদীয়মান শিল্পী ইকবাল হোসেন, কৌতুক ইব্রাহিম হোসেন, প্রতিভাবান শিল্পী ওয়াদুদ শাহী, সংগঠক জিয়াউল হক, যুব সংগঠক কর্ন বিশ্বাস কেডি, মিডিয়া ব্যক্তিত্ব আসিফুল আলম, সমাজসেবক মো: শামসুজ্জোহা, নাট্যগবেষনা সহযোগি অধ্যাপক ফরিদউদ্দীন মাসউদ। গত শুক্রবার বাজার কলকাতার কনফারেন্স রুমে বর্ষসেরা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।