বাংলাদেশ প্রাকৃতিক দূর্যোগ দুর্বিপাকের দেশ হিসেবে পরিচিত। বছরের পর বছর ধরে আমাদের দেম নানান ধরনের দুর্যোগ আক্রান্ত হচ্ছে। এক কথায় আমাদের এই দেশ প্রতিনিয়ত প্রকৃতির নিষ্ঠুর আক্রোসে আক্রান্ত, বন্যা, খরা, ঘুর্ণিঝড়, জ্বলোচ্ছ¡াস সহ বহুবিধ দুর্বিপাক দেশের জন্য অতি পরিচিত ধারনা। এ সব দুর্বিপাকে, প্রাকৃতিক দূর্যোগে, দেশের মানব সম্পদের ব্যাপক ক্ষতি হয়, জান মালের ক্ষয়ক্ষতির পরিমান হয় বেহিসেবি, কোন কোন সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌছায় যে দেশ চরম মানবিক বিপর্যয়ে পৌছায়। বর্তমান সময়ে দেশ বন্যায় আক্রান্ত, সিলেট, এবং সুনামগঞ্জ পানির নিচে, খবরে প্রকাশ যে পুরো সিলেট বিভাগ পানিতে তলিয়ে যেতে পারে আর বর্তমান সময় গুলো সিলেটের জন সাধারনের জন্য চরম মানবিক বিপর্যয় এর সম্মুখিন। ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়া গুলো জানাচ্ছে পুরো সিলেট এবং সুনামগঞ্জ জেলা বর্তমান সময়ে পানিতে তলিয়ে আছে এবং বিদ্যুৎবিহীন এই দুই জেলা, আগামী কয়েকদিন যাবৎ আরও অধিক পরিমান বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর ইতিমধ্য সিলেটের সাথে বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পানিতে তলিয়ে গেছে, গতকাল শনিবার থেকে সিলেট রেল স্টেশন ও পানিতে পুর্ণতা পেয়েছে। মুহুর্তের মধ্যে বসতঘরে হুহু করে পানি ঢুকছে তো ঢুকছেই। ক্রমান্বয়ে সিলেট বিভাগের পাশাপাশি দেশের অন্যান্য জেলা গুলোতেও বন্যার পানি ছড়িয়ে পড়েছে। আসুন আমরা বন্যার্তদের পাশে দাঁড়ায়। যে যার অবস্থান হতে বন্যাদুর্গতদেরকে আর্থিক, এবং মানবিক ভাবে সাহায্য সহযোগিতা করি।