মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ ইউএস এআইডি ইকোসিস্টেম প্রতিবেশ এক্টিভিটি এবং সাতক্ষীরা সহ ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে মুন্সীগঞ্জ সুশীলন টাইগার পয়েন্ট বেলা ১০ টার দিকে হল রুমে বন টহলদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরাসরি তত্ত্বাবধানে ১৬/১৭ জুলাই এই দুইদিন ব্যাপী প্রশিক্ষণে বন অধিদপ্তর সাতক্ষীরা রেঞ্জ এবং কমিউনিটির টহল দলের ২৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। যাহারা বনে টহল প্রদান করেন তারা টহলের সময় কোন ধরনের অকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হয় টহলে বিপাদাপন্ন টহলের সদস্যকে কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সুস্থ করবেন তারই প্রশিক্ষণ গ্রহণ করেন। উল্লেখ্য টহল সদস্যদের টহলে সময় সাপে কাটাসহ অন্যান্য বিপদের সম্মুখীন হয়ে থাকেন। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইউএস আইডি ইকোসিস্টেম প্রতিবেশ অ্যাক্টিভিটি ডক্টর মদিনুল আহসান। সাতক্ষীরা রেঞ্জ সহকারি বোন সংরক্ষক এম কে এম ইকবাল হাসান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ হতে মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএস আইডি ইকোসিস্টেম প্রতিবেশ এক্টিভিটি সাইড অফিসার শহিদুল ইসলাম।