শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মিলনী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য-এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.কে.এম হাসানুজ্জামান ও ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি রহিমা সুলতানা বুশরা। তিনি বক্তব্যই বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না এসবের কুফল সম্পর্কে ধারনা দেওয়া হয়। স্কুলের নাম করে শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হয়ে এসে ক্লাস ফাকি দিচ্ছে, সময়মত বাড়ি ফিরছে কিনা, সেদিকে খোঁজ রাখতে হবে। এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের পিতা মোহাম্মদ আবুল কাসেম, বরেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা খাতুন, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু হীরালাল সরকার, বিদ্যালয়ের সরকারি শিক্ষক মিনা পারভীন, স্বদেশ কুমার ঘোষ, বিধান চন্দ্র সরকার, আছিয়া খাতুন, স ম আশরাফুল কবীর, সুশান্ত কুমার রায়, মোহাম্মদ আলী, মোতাহার হোসেন, উজ্জ্বল চ্যাটার্জি, গোলাম মোস্তফা, নুপুর বিশ্বাস, আবু মোছা আশয়ারী, কিশোরী মোহন, অভিভাবক কানাই লাল নন্দী, কামরুজ্জামান কামু, নাজমুস সাদাত চান্দু, এনামুল হক এনাম, দুলাল চন্দ্র সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com