এফএনএস স্পোর্টস: বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে ব্রাজিল। ম্যাচটি ব্রাজিল খেলতে নেমেছিলো কিছুদিন আগেই ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে। এই ম্যাচে প্রথমবারের মতো কালো জার্সি গায়ে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে কালো রঙের জার্সি পরে মাঠে নামে ব্রাজিল। ম্যাচটিতে ৪-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। তবে বর্ণবাদ বিরোধী ম্যাচেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এক বন্ধু মাঠের বাইরে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। ভিনিসিয়ুসের বন্ধু ফিলিপে সিলভা যখন মাঠে প্রবেশ করছিলেন, তখন এক নিরাপত্তাকর্মীর থেকে বাজে আচরণের শিকার হন। এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে এক টুইট বার্তায় ভিনিসিয়ুস লিখেছেন, ‘যখন আমি বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো জার্সি পরে খেলছিলাম, ঠিক সে সময়ে আমার বন্ধু বর্ণবাদের শিকার হয়েছে। এমন ঘটনা দুঃখজনক। স্টেডিয়ামের পেছনের অবস্থা খারাপ ছিল। ওখানকার সিসিটিভি ফুটেজে কোথায়?’