বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সখিপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা “মাসজিদে কুবা” নামাজ আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার মনোমুগ্ধতার উচ্চতায় দেবহাটার পাঁচটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নূরনগরে জামায়াতের সেটআফ প্রোগ্রাম ও মতবিনিময় শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বিদায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বারের বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানানো হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে গতকাল বেলা ১১টায় পুলিশ লাইন ড্রিলসেটে জেলা পুলিশের শীর্ষ কর্তা কে বিদায় উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। পুলিশ সুপারের ব্যবহৃত গাড়ীটি নানা ফুলে রঙিন সাজে সজ্জিত করা হয়। রশি টেনে লাল গালিচা ফুল আর নানা আয়োজনে বিদায় জানান জেলা পুলিশের শীর্ষ কর্তা বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) কে। পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। তিনি বলেন, সাতক্ষীরায় ৩ বছর এক মাস সময় অতিবাহিত করলাম। অতীতে কোন পুলিশ সুপার এতদিন সাতক্ষীরায় দায়িত্ব পালন করেনি। আইন শৃংখলা উন্নয়নে সর্বদা চেষ্টা করেছি। জেলায় আইন শৃংখলা অবনতির তেমন নজির নেই। মহামারী করোনা কালে মাঠে থেকে জনগনের সহযোগিতা করেছি। সাতক্ষীরায় সন্ত্রাস, জঙ্গীবাদ, ও মাদক কর্মকান্ড দমনে কঠোর ছিলাম। সীমান্ত এলাকায় বিজিবি পাশাপাশি পুলিশের নজরদারী ছিল যথেষ্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মদীর আগমনে সাতক্ষীরায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি নতুন কর্মস্থলের জন্য দোয়া কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী পুলিশ সুপার পতœী নাদিয়া আফরোজ, পিবিআই সাতক্ষীরার পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুল ইসলাম, দেবহাটা সার্কেল এসএম জামিল আহমেদ, তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন, টিআই শ্যামল কুমার চৌধুরী, তালা থানার ওসি ফকরুল আলম খান, কলারোয়া থানার ওসি নাছির উদ্দিন মৃধা, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল­াহ, সদর থানার ওসি সম কাইয়ুম, আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম, ডিবির ওসি বাবুল আক্তার, সদর থানার ইন্সপেক্টর অপারেশন তারেক আজিজ। এছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com