বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। অভিভাবক সদস্য ৪টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ২১৮ জন ভোটারের মধ্যে ২০৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন এবং একটি ভোট বাতিল হয়। প্রার্থী নবদ্বীপ সরকার (টিউবওয়েল প্রতীক) ১২৫ ভোট পেয়ে ১ম স্থান, সুশান্ত কুমার মন্ডল (বল) ১১০ ভোট পেয়ে ২য় স্থান, উত্তম কুমার মন্ডল (চেয়ার) ১০১ ভোট পেয়ে ৩য় স্থান ও ধর্মদাশ মন্ডল মোরগ) ৯১ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে অসীম কুমার সানা (ছাতা) ১৫ ভোট, গোবিন্দ লাল মন্ডল দোয়াত কলম) ৫৬ ভোট, দিপংকর কুমার মন্ডল (বই) ৮১, ধর্মদাশ মন্ডল (মাছ) ৮১ ও নির্মল চন্দ্র বাইন (হরিণ প্রতীক) ৭৩ ভোট পেয়েছেন। অপরদিকে অভিভাবক সদস্য (মহিলা) পদে ল²ীরানী সরকার বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন, প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার মুহাম্মদ হাসানুজ্জামান। নির্বাচন চলাকালে প্রধান শিক্ষক, পুলিশ বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।