শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শ্যামনগরের সাবেক ফুটবলার মনজুর আলী নূরনগর রামচন্দ্রপুর জামে মসজিদে তালা কেটে দুর্ধর্ষ চুরি সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলামের আলোচনা সভা ও কম্বল বিতরণ সাতক্ষীরার লাবসা মসজিদের পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাই উদ্বোধন হরিণ শিকার রোধ কল্পে সচেতনা বিষয়ক আলোচনা সভা বাবুলিয়া স্কুলমাঠে তারুন্যের উৎসব উদ্বোধন আশাশুনি পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ বুধহাটায় সার ডিলারদের বিক্রয় কেন্দ্র পরিদর্শন আশাশুনি মোবাইল কোর্টে সার ব্যবসায়ীর জরিমানা

বসছে কাতার বিশ্বকাপ ফুটবলের জমকালো আয়োজন \ বিশ্ব দেখবে মেসি, নেইমারের রণকৌশল; জাদু ঃ সাফল্য ব্যর্থতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২

মাছুদুর জামান সুমন \ আজ পদ্মা উঠছে কাতার বিশ্বকাপ ফুটবলের। বিশ্বের শত কোটি ক্রীড়ামোদীরা সরাসরি এবং টিভির পদ্মায় দেখবেন বিশ্ব ফুটবলের সর্বাপেক্ষা আয়োজনটি। এই প্রথম বিশ্বকাপ ফুটবল কোন আরব দেশে অনুষ্ঠিত হচ্ছে। মরুভূমির দেশ খ্যাত আবার উপসাগরীয় দেশ হিসেবে পরিচিত কাতার নতুন সাজে সেজেছে। নতুন রূপ ধারন করেছে। সারা বিশ্ব দৃশ্যতঃ কাতারেই। আয়োজক সংস্থা ফিফা ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর কাতারে বসবে বলে সিদ্ধান্ত গ্রহন করেছিল। আরব বিশ্বে বিশ্বকাপের আসর প্রথম হলেও এশিয়ায় দ্বিতীয়। বর্ণাঢ্য আয়োজনে, বিশ্ব নন্দিত, জৌলুস আর বাহারী উদ্বোধনী দিনে আজ স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। আজ থেকে ১৮ ডিসেম্বর প্রায় মাসব্যাপি বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো কাতারের ৫টি শহরের ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কোটি কোটি টাকা খরচ করে কাতার সরকার স্টেডিয়ামগুলো নির্মান করেছে। শহরের সৌন্দর্যের প্রবাহ সৃষ্টি করেছে। এক কথায় মরুভূমির দেশ কাতার বর্তমান আলোয় আলোকিত। আজ কাতারের আল খুবের আল বাইত স্টেডিয়ামের দিকে বিশ্ব বাসির দৃষ্টি। এই স্টেডিয়ামে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা হবে কাতারের জাতীয় দিবস ১৮ই ডিসেম্বরে। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় উদ্বোধনী খেলা শুরু হবে। বিশ্বকাপ ফুটবল কেবল একটি আসর নয় বা আয়োজন নয়, বিশ্বের শত কোটি মানুষের ইচ্ছা, আগ্রহ, অনুভূক্তি, আনন্দ, জয়, পরাজয় সর্বপরি সুবিশাল এক ক্রীড়াকর্মযজ্ঞ। বিশ্বকাপ ফুটবল খেলায় যে দেশ অংশগ্রহন সেই দেশ আন্তর্জাতিক বিশ্বে বিশেষ ভাবে আলোচিত এবং আলোকিত হয়। ইতিপূর্বে ২১তম আসর শেষ করেছে বিশ্বকাপ। বাংলাদেশের বাস্তবতায় আমাদের দেশ বিশ্বকাপ দলে নেই বা খেলছে না, কিন্তু বাস্তবতা হলো এই দেশের জনসাধারণ বিশেষ করে কোটি কোটি মানুষ বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সাথে একাত্বতা ঘোষনা করেছে। দেশের সর্বত্র চলছে আনন্দ উৎসব, আনন্দ আয়োজন, আর এই আনন্দ আয়োজনে প্রিয় দল, প্রিয় খেলোয়াড়ের গুনকীর্তন চলছে। কেবল গুনকীর্তন নয় এ বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা। প্রিয় দলের পক্ষে যুক্তি তর্কের শেষ নেই। বর্তমান কাতার বিশ্বকাপ ফুটবল নিয়েই শুধু আলোচনার যবনিকাপাত ঘটছে তা নয়, বিগত দিনের বিশ্বকাপ ফুটবলের প্রিয় দলের সাফল্য আবার প্রিয় খেলোয়াড়ের কৃতিত্ব, একই সাথে ফিফা কর্তৃপক্ষ এবং রেফারিদের সমালোচনা চলছে। আলোচনায় চলে আসছে ভাগ্য, ব্যর্থতা, খলনায়কের আত্মঘাতি গোল। সাতক্ষীরার বাস্তবতায় কাতার বিশ্বকাপ নিয়ে উৎসব আর উচ্ছ¡াসের শেষ নেই। সর্বত্র আলোচনা, চায়ের দোকান হতে অফিস আর অফিস হতে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র চলছে আলোচনা। বারবার, ঘুরে ফিরে দুইটি নাম আর্জেন্টিনা আর ব্রাজিল, অবশ্য জার্মানির নাম উচ্চারন হচ্ছে সমানতালে। সাতক্ষীরার বাড়ীতে বাড়ীতে উড়ছে প্রিয় দলের পতাকা, প্রিয় দলের আর প্রিয় খেলোয়াড়ের জার্সি গায়ে দিয়ে চলছে সমর্থকরা। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা মিছিল করে নিজ দলের প্রতি দুর্দান্ত সমর্থনের বিষয়টি জানান দিচ্ছে। তর্কাতর্কি বাজিধরা পিকনিক সবই চলছে বিশ্বকাপ ফুটবল এর আসরকে কেন্দ্র করে। আজ হতে শুরু হলো বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপ কতই না বৈচিত্র হবে। কত ইতিহাস সৃষ্টি করবে, কতকিছু দেখাবে এবং দেখবে বিশ্ব দেখবে মেসি, নেইমারদের পায়ের রনকৌশল, পায়ের জাদু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com