বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে বসতবাড়ি থেকে রাতে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জবা রানী দেবনাথ (৫৪) বাদী হয়ে শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগসূত্রে জানাযায়, উপজেলার নূরনগর দক্ষিণ হাজিপুর গ্রামের রবীন্দ্র দেবনাথ এর ছেলে সন্ন্যাসী দেবনাথ (৪২) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি গত সোমবার রাত ১২টার দিকে একই গ্রামের অসিত দেবনাথের বসত ঘরে ঢুকে কাঠের বক্সের ভিতরে রক্ষিত ১,৮০,০০০/= টাকা ও আনুমানিক পাঁচ ভরি স্বর্ণের অলংকার যার মূল্য ৪ লক্ষ টাকা এবং ব্যাংকের চেক বই ও জাতীয় পরিচয় পত্র চুরি করে নিয়ে যায়। এবিষয়ে ভুক্তভোগী অসিত দেবনাথের স্ত্রী জবা রানী দেবনাথের কাছে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, প্রতিদিনের ন্যায় আমি এবং আমার স্বামী নূরনগর ত্রিমোহনী মোড়ে অবস্থিত আমার গেট গ্রিল ওয়ার্কসপ থেকে কাজ শেষে রাত ১২ টায় বাড়ি পৌঁছালে আমার উঠানে অভিযুক্ত সন্ন্যাসী দেবনাথ সহ আরও ৪/৫ জনকে দেখতে পাই আমাকে দেখে তারা দৌড়িয়ে পালিয়ে যায়। এসময় আমি সন্ন্যাসী ছাড়া আর অন্য কাউকে চিনতে পারিনি তাৎক্ষণিক আমি আমার বসত ঘরে ঢুকে দেখি আমার ছোট কাঠের বাক্সটি নাই। উক্ত বাক্সে রক্ষিত উপর লিখিত টাকা, স্বর্ণ অলংকার এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিল। এ বিষয়ে থানা পুলিশ পরিদর্শক তদন্ত সানোয়ার হুসাইন মাসুম ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, উক্ত বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।