কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের ব্যাংকার মিজানুর রহমানের পিতা মোঃ নুরআলী কারিকর আর নেই। ইন্নালিল্লা—-রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭বছর। তিনি বসন্তপুর গ্রামের মৃত শাহমত আলী কারিকরের পুত্র এবং ব্রাক ব্যাংক ঢাকা হেড অফিসের ফাস্ট এ্যাসিসটেন্ট ভাইচ প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমানের পিতা। গতকাল সকাল ১০টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিন ছেলে, ৩ কন্যা, স্ত্রী সহ অসংখ্য অত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল মাগরিব বাদ মরহুমার আছিয়াত অনুযায়ী বাড়ীর সামনে প্রথম সৈয়দ বুলাঃ (রাহ) এর মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওহাব গুলজারী জানাযা নামাজ পড়ান। মুরহুমার বড় ছেলে ঢাকা ব্রাক ব্যাংকের হেড অফিসের সিনিয়র ফাস্ট এ্যাসিসটেন্ট ভাইচ প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান এসে পৌঁছাইলে দ্বিতীয় জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। দ্বিতীয় জানাযা নামাজ পড়ান ঢালী পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শফিউল্লাহ (নাহিদ)। এদিকে ব্যাংকার মিজানুর রহমানের পিতা মোঃ নুরআলী কারিকরের মৃত্যুতে এলাকাবাসী গভীর সমবেদনা মাগফিরাত কামনা করেছেন। অন্যদিকে কালিগঞ্জ পাইলট সরকারী বিদ্যালয়ের বন্ধন “৯৪”ব্যাচের সকল বন্ধুমহল বন্ধু মিজানুর রহমানের পিতা মোঃ নুরআলী কারিকরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফিরাত কামানা করে বিবৃত্তি প্রদান করেছেন।