কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলায় বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ রমজান শনিবার মথুরেশপুর ইউনিয়নে বসন্তপুর উন্নয়ন উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যালয়ে বিকাল পাঁচটায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু তাহের গুনাকরকাটি খাইরিয়া আজাজিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল। বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাস্টার এম আর মোস্তাকের সঞ্চালনায় ইফতার মাহফিলে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পান্না, ঢাকা ব্র্যাক ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,ডিআরএম আইডিয়াল কলেজের প্রভাষক শেখ মহাসিন আলী,রাজ শপিং সেন্টারে স্বত্বাধিকারী মোহাম্মদ রোকনুজ্জামান রুমি, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ, যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর প্রোপাইটার শেখ শরিফুল ইসলাম,বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা মাস্টার শেখ জহিরুল ইসলাম, ভেটেনারি চিকিৎসক শেখ ওয়াহিদুজ্জামান অহিদ প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও বসন্ত উন্নয়ন ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে দেশ জাতি তথা মুসলিম উম্মাহ এবং অসহায় ফিলিস্তিনিদের উপরে নির্যাতনে মহান আল্লাহতালা তাদের জন্য হেফাজত করেন সে বিষয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।