মথুরেশপুর কালিগঞ্জ প্রতিনিধি \ মথুরেশপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন’ (বাউফ)। গতকাল সকাল থেকে ইউনিয়নের বসন্তপুর, শীতলপুর, গনপতি এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা। গত বছরের ন্যায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয় বিভিন্ন ইফতার সামগ্রী। এসময় এলাকার দারিদ্র, দিনমজুর ও অসহায় শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন, বর্তমার পরিস্হিতিতে এলাকার সুবিধাবঞ্চিত বেশিরভাগ পরিবারগুলো বিপদের মধ্যে রয়েছে। এজন্য রমজানের এই সময়ে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, দরিদ্র ও অসহায় বেশ কিছু মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।