ফরিদুল কবির মথুরেশপুর থেকে \ কালিগঞ্জের বসন্তপুর কাস্টম গোডাউনে আটককৃত ভারতীয় গরু প্রকাশ্যে নিলাম সম্পন্ন করা হয়েছে। গতকাল দুপুরে কস্টম চত্বরে গরুগুলো নিলামে তোলা হয়। বসন্তপুর কাস্টমস গোডাউন সূত্রে জানা গেছে, গত ৩১ মে বিজিবি কর্তৃক ৪টি ও ১ জুন কোস্টগার্ড কর্তৃক আটককৃত মোট ৮টি ভারতীয় গরু নিলামে উঠে নিলামে সর্বোচ্চ দরদাতা রাশেদুল ইসলাম নামের এক গরু ব্যবসায়ী মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর (এআইটি) সহ ৪ লাখ ২০ হাজার টাকায় গরুগুলো বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপস্হিত ছিলেন সাতক্ষীরা কাস্টমস সুপার নাজমুল হুদা, কাস্টমস ইন্সপেক্টর আব্দুলাহ আল কাফি, উপজেলা প্রাণিসম্পদের উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার (সম্প্রসারণ) রবিউল ইসলাম মুকুল, থানার উপ-পরিদর্শক মিলন বিশ্বাস, বসন্তপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আমানত আলী সহ সাংবাদিকবৃন্দ ও নিলামে অংশগ্রহণকারীরা। উলেখ্য, গত ৮ জুন বুধবার গরুগুলোর ডাকমূল্যে কম হওয়ায় নিলাম স্থগিত ঘোষনা করেছিল কাস্টম কতৃপক্ষ।